মুম্বই, ২৭ নভেম্বরঃ প্রয়াত হলেন বর্ষীয়ান সংগীতশিল্পী মহম্মদ আজিজ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। জানা গিয়েছে, কলকাতা থেকে একটি অনুষ্ঠান সেরে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টে নাগাদ মুম্বইয়ে ফেরেন তিনি। মুম্বই বিমানবন্দরে পৌঁছানোর পর থেকেই অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর তাঁকে মুম্বইয়ের নানাবতি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
রফি পরবর্তী বলিউডে একাধিক জনপ্রিয় গানে ভারতের লক্ষ লক্ষ শ্রোতার মন জয় করে নেয় আজিজের কন্ঠস্বর। অনিল কাপূর অভিনীত ‘রাম-লক্ষণ’ ছবির ‘মাই নেম ইজ লক্ষণ’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। এছাড়াও খুদা গাওয়া ছবির ‘তু মুঝে কুবুল’, ‘মহানতা’ ছবির ‘তিন তিনা তিন’, ‘পুলিশ ওউর মুজরিম’ ছবির ‘মেরে মেহবুব তুঝে’ ইত্যাদি গানগুলি বিশেষ উল্লেখযোগ্য। হিন্দি ছবি ছাড়া ওড়িয়া এবং বাংলা ছবিতেও তিনি অনেক গান গেয়েছেন।
তাঁর মৃত্যুর খবরে ভারতীয় সঙ্গীত জগতে নেমে এসেছে শোকের ছায়া।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2DY7Gzb
November 27, 2018 at 08:22PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন