নাসির হোসেন। বাংলাদেশের একজন অন্যতম সেরা প্রতিভাবান একজন ক্রিকেটারের নাম। তবে তাকে সবচেয়ে দুর্ভাগা ক্রিকেটার হিসেবে ডাকলেও ভুল হবে না। কেননা, দারুন অলরাউন্ড পারফর্ম করেও দলে আসা তার জন্য কঠিনই ছিল। ক্রিকেটে বাংলাদেশের সমস্যার যে পজিশন গুলো আছে তার মধ্যে লোয়ার অর্ডরে অনেক বড় ভরসা হয়ে উঠেছিলেন তিনি। তার নামই হয়ে গিয়েছিল মিষ্টার ফিনিশার। কিন্তু কালেক্রমে সেই মিষ্টার ফিনিশার নিজেই ফিনিশ হয়ে গেলেন। অনেকটাই উশৃঙ্খল জীবন যাপন আর বিতর্কিত কর্মকান্ডের কারনে প্রথম বাংলাদেশ দল থেকে বাদ পড়েন নাসির। এরপর যোগ হয় ফর্মের সাথে টানাপোড়ন। নাসির হোসেনের সবচেয়ে ভালো দিক ছিল তার ধারাবাহিকতা। একজন সফল ব্যাটসম্যান ছিলেন লোয়ার অর্ডারে। অনেক ম্যাচেই বাংলাদেশের শেষ দিকের ব্যাটিং একা কাধেই টেনে নিয়েছিলেন তিনি। ব্যাটিংয়ের সাথে সাথে বোলিংয়েও দারুন ছিলেন নাসির। ওয়ানডেতে তার বোলিং- ৬৫ ম্যাচে ৪৩ ইনিংসে ২৪ উইকেট। ইকোনোমি রেটও দারুন- ৪.৭২। সর্বশেষ জাতীয় দলে ফেরার সম্ভাবনা তৈরি হলেও সেটা আবার নষ্ট হয় ইনজুড়ির কারনে। বর্তমানে সেই ইনজুড়ি পূনর্বাসন প্রকৃয়ার মধ্য দিয়েই যাচ্ছেন নাসির। পারবেন কি আবারও জাতীয় দলে ফিরতে এক সময়ের মিষ্টার ফিনিশার? এমএ/ ০৯:৩৩/ ০৫ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2APwBCj
November 06, 2018 at 03:41AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন