আর্থিক সাহায্যের শংসাপত্র

রতুয়া, ২৭ নভেম্বরঃ মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প মানবিক, রূপশ্রী এবং সমব্যথীর উপভোক্তাদের হাতে আর্থিক সাহায্যের শংসাপত্র তুলে দিলো রতুয়া ব্লক প্রশাসন এবং রতুয়া থানার আধিকারিকরা। মঙ্গলবার রতুয়া-১ ব্লকের বিদ্যাসাগর ভবনে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উপভোক্তাদের হাতে এই শংসাপত্র তুলে দেন রতুয়া ব্লকের বিডিও অর্জুন পাল এবং মালদা জেলার অতিরিক্ত পুলিশ সুপার অরিন্দম সরকার। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রতুয়া থানার ওসি দেবব্রত চক্রবর্তী, রতুয়া ব্লকের জয়েন্ট বিডিও শুভঙ্কর আচার্য, চাঁচল এসডিপিও সজল কান্তি বিশ্বাস এবং ডিএসপি রুদ্র নারায়ণ সাউ। মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জেলা অতিরিক্ত পুলিশ সুপার অরিন্দম সরকার জানান, আজকে পুলিশের পক্ষ থেকে যে আবেদনপত্রগুলি সংগ্রহ করা হয়েছিল সেগুলির পরিসেবা দেওয়া হল। প্রায় ১২৫ জন উপভোক্তাকে শংসাপত্র দেওয়া হয় বলে তিনি জানান।

তথ্য ও ছবিঃ পান্না

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2zssfzU

November 27, 2018 at 09:03PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top