ঢাকা, ২৩ নভেম্বর- সব বিভেদ ভুলে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। ফিল্ম ইন্ডাস্ট্রিতে পরিবেশক ও প্রযোজকদের মধ্যে মতের অমিল আগেও ছিল। সেসব আমরা আলোচনার মাধ্যমে সমাধান করেছি। জাজ মাল্টিমিডিয়ার সিনেমা হলে প্রজেক্টর মেশিন ভাড়া নিয়ে অনেকের আপত্তি আছে। প্রয়োজনে আমি আব্দুল আজিজের (জাজের কর্ণধার) সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলবো যেন তিনি এই ভাড়া ফ্রি করে দেয়। বললেন কিংবদন্তি চিত্রনায়ক ফারুক। এফডিসিতে আয়োজিত মুক্তি প্রতীক্ষিত দহন ছবির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নায়ক ফারুক। কিন্তু ব্যস্ততার কারণে তিনি অনুষ্ঠানে হাজির হতে পারেননি। তবে ঠিকই ভিডিও বার্তার মাধ্যমে তার শুভকামনা জানিয়েছেন। দহন ছবি নিয়ে ফারুক বলেন, আমি ছবিটি দেখিনি। তবে যতটুকু শুনেছি ছবিটি সমসাময়িক কাহিনি নিয়ে নির্মিত। আমি ছবিটির সাফল্য কামনা করছি। আগত অতিথিদের উদ্দেশে বর্ষীয়ান এই নায়ক বলেন, এখানে যারা উপস্থিত হয়েছেন তারা চলচ্চিত্রের মানুষ। আমার আত্মার মানুষ। ফিল্ম ছাড়া জীবনে আর কিছুই ভাবিনি। চলচ্চিত্রের মানুষের ভালোবাসায় আমি ফারুক হতে পেরেছি। আপনাদের কাছে আমার একটাই চাওয়া সবাই এক হয়ে কাজ করুন। সব বিভেদ ভুলে এক হয়ে যান। যৌথ প্রযোজনার নামে প্রতারণার ছবি নির্মাণের অভিযোগে জাজ মাল্টিমিডিয়ার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অবস্থান নিয়ে রয়েছে চলচ্চিত্রের ১৮টি সংগঠন নিয়ে গড়া চলচ্চিত্র পরিবার। গতকাল বৃহস্পতিবার দহন ছবির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানকে কেন্দ্র করে জাজের পক্ষ থেকে সকল সংগঠনের নেতাকর্মীদের আমন্ত্রণপত্র পাঠানো হয়। কিন্তু তাদের তেমন কোনও উপস্থিতি চোখে পড়েনি। দহন ছবিতে জুটি হিসেবে দেখা যাবে সিয়াম ও পূজা চেরিকে। এতে আরও অভিনয় করছেন জাকিয়া বারী মম, মনিরা মিঠু, রাজ রীপা, শিমুল খান, উজ্জ্বল কবির হিমু, জামশেদ শামীমসহ অনেকে। চিত্রনাট্য রচনা করেছেন দেলোয়ার হোসেন দিল। রায়হান রাফী পরিচালিত ছবিটি মুক্তি পাবে ৩০ নভেম্বর। আরএস/ ২৩ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2PPpjrd
November 23, 2018 at 10:00PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top