ডাইনি অপবাদে প্রহার, বৃদ্ধা মাকে ঘরছাড়া ছেলের

পুরাতন মালদা, ১৭ নভেম্বরঃ ডাইনি অপবাদে বৃদ্ধা মাকে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল ছেলে ও বৌমার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের আদিবাসী অধ্যুষিত গ্রাম তিলভোগে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই গ্রামের বাসিন্দা সত্তোরোর্ধ লক্ষ্মী বেসরা তার ছেলে ও বৌমার সঙ্গে থাকতেন। অভিযোগ, গত বেশ কয়েকবছর ধরেই মায়ের ওপর অত্যাচার করে আসছিল গণেশ ও নাচন। প্রায় দু’বছর আগে তাদের চোদ্দ বছরের মেয়ে সুমিতা বাস্কে অজানা অসুখে মারা গেলে ডাইনি অপবাদে তাঁর উপর অত্যাচার শুরু হয় জানিয়েছেন লক্ষ্মী বেসরা। সম্প্রতি ফের অত্যাচার বাড়তে থাকলে অসহায় অবস্থায় বৃদ্ধা আশ্রয় নেয় ভিনগাঁয়ে থাকা মেয়ে জামাইয়ের বাড়িতে। মায়ের জন্য সুবিচার চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন মেয়ে জামাই। এই ঘটনায় থানায় তাদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Q053mh

November 17, 2018 at 07:32PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top