আহমেদাবাদের নাম বদলাতে উদ্যোগী গুজরাট সরকার

আহমেদাবাদ, ৭ নভেম্বরঃ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ফৈজাবাদের নাম বদলে অযোধ্যা রাখার ঘোষণা করেছেন। এবার গুজরাট সরকারও একই পথে হাঁটতে চলেছেন। সরকারের তরফে জানানো হয়েছে, কোনও আইনি বাধা না থাকলে শীঘ্রই আহমেদাবাদের নাম বদলে কর্ণাবতী রাখা হবে।

মঙ্গলবার গান্ধিনগরে গুজরাটের উপ-মুখ্যমন্ত্রী নীতিন প্যাটেল বলেন, ‘এখনও মানুষ মনে করে যে আহমেদাবাদের নাম বদলে কর্ণাবতী করা উচিত। আইনি জটিলতা কাটাতে প্রয়োজনীয় সহযোগিতা পেলে আমরা শহরের নাম বদলাতে তৈরি আছি।’ আহমেদাবাদই ভারতের একমাত্র শহর যেটি ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পেয়েছে।

ইতিহাস বলছে, দ্বাদশ শতাব্দী থেকে আহমেদাবাদে মানুষের বসবাস। সেসময় অশ্ববল নামে পরিচিত ছিল এই শহরটি। চালুক্যের সম্রাট কর্ণ অশ্ববলের রাজা ভিলকে যুদ্ধে হারিয়ে সবরমতী নদীর ধারে গড়ে তোলে কর্ণাবতী। ১৪১১–তে সুলতান আহমেদ শাহ কর্ণাবতী শহর সংলগ্ন আরও একটি শহর গড়ে তোলে যার নাম দেওয়া হয় আহমেদাবাদ, সুলতানের নাম অনুসারে।

উপ-মুখ্যমন্ত্রী নীতিন প্যাটেল বলেন, ‘আমরা ঠিক সময়ে এই শহরের নাম পরিবর্তন করতে চলেছি।’ যদিও কংগ্রেসের মুখপাত্র মণিশ দোষি জানিয়েছেন, আহমেদাবাদের নাম বদল শুধুমাত্র আসন্ন নির্বাচনের খেলা বিজেপির।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2qx9yWV

November 07, 2018 at 12:57PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top