মো. আবুল কাশেম, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে সুলতান মিয়া (২৮) নামের এক যুবকের দ্বিখন্ডিত লাশ উদ্ধার করা হয়েছে। সে সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানার দুর্বাকান্দা পাতাইরা গ্রামের আলকাছ মিয়ার পুত্র ও বিশ্বনাথের আজিজনগরস্থ এ আর ব্রিকস্ ফিল্ডের ইট তৈরীর কারিগর। আজ শনিবার ভোরে উপজেলার রামপাশা ইউনিয়নের রামপাশা দক্ষিণ পাড়া গ্রামের ইসরাব আলীর বাড়ির সামনে (পেট্রোল পাম্পের উত্তর পার্শ্বে) বিশ্বনাথ-রামপাশা রোডে এই লাশটি পাওয়া যায়।
জানা গেছে, নিহত সুলতান মিয়া শুক্রবার (২নভেম্বর) সকাল ১০টায় সিলেট শহরে যাওয়ার উদ্দেশ্যে তার কর্মস্থল এ আর ব্রিকস্ ফিল্ড থেকে বের হন। আজ শনিবার সকালে কর্মস্থলে এসে উপস্থিত হওয়ার কথা ছিল। কিন্ত শনিবার ভোরে রামপাশা দক্ষিণ পাড়া গ্রামের ইসরাব আলীর বাড়ির সামনে (পেট্রোল পাম্পের উত্তর পার্শ্বে) বিশ্বনাথ-রামপাশা রোডের উপর একটি মস্তক বিহীন লাশ ও সড়কের পার্শ্বের ঝুপের মধ্যে লাশের মাথা দেখতে পান স্থানীয় লোকজন। খবর পেয়ে থানা পুলিশ ও সিআইডি’র ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে। এসময় ব্রিকস্ ফিল্ডের শ্রমিকদের দেওয়া তথ্য মতে ও লাশের পড়নের শার্টের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে লাশটি সুলতান মিয়ার বলে সনাক্ত করা হয়।
এব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম বলেন, ধারণা করা হচ্ছে সুলতান মিয়াকে হত্যা করে এখানে ফেলে রাখা হয়। লাশের সুরতহাল করে মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যাকান্ডের রহস্য উদঘাটনে চেষ্টা চলছে।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2D2vpgD
November 03, 2018 at 05:03PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন