ক্যানসারের চিকিৎসায় অত্যাধুনিক মেশিন চালু এনআরএস হাসপাতালে

কলকাতা, ১৭ নভেম্বরঃ ক্যানসার চিকিৎসায় অত্যাধুনিক মেশিন আনল এনআরএস হাসপাতাল। তাও আবার বিনামূল্যে। জানা গিয়েছে, রেডিওথেরাপি বিভাগের উদ্যোগেই এই অত্যাধুনিক চিকিৎসা পরিসেবা চালু করা হয়েছে। বিনামূল্যে রোগীদের এই পরিসেবা দেওয়া হবে।

এই অত্যাধুনিক রেডিয়েশন মেশিনটি জাপান থেকে আনা হয়েছে। শুক্রবার থেকে এই অত্যাধুনিক রেডিয়েশন মেশিনটি চালু করা হয়েছে। মেশিনটির নাম লিনিয়ার এক্সিলেরাটর। মডেলের নাম ট্রু বিম। জানা গিয়েছে, মেশিনটি তৈরিতে খরচ হয়েছে ২৫ কোটি টাকা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রাজ্যের ক্যানসার আক্রান্ত রোগীদের ভিনরাজ্যে বা মুম্বই টাটা ইনস্টিটিউটে যেতে হবে না। এই যন্ত্রটির মাধ্যমে একেবারে বিনামূল্যে ক্যানসারের দ্রুত চিকিৎসা করা যাবে। এই অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে মানব শরীরের কোথায় ক্যানসার হয়েছে, তা দ্রুত জানা যাবে। এমনকি ক্যানসার কী অবস্থায় আছে, তাও জানা সম্ভব হবে এই অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Pz6J6Q

November 17, 2018 at 05:03PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top