সিঙ্গাপুর, ১৪ নভেম্বরঃ ১৩-তম ইস্ট এশিয়া সামিটে যোগ দিতে বুধবার সকালে সিঙ্গাপুরে পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বিদেশমন্ত্রকের মুখপাত্র রবিস কুমার টুইট করে বলেন, ‘সুপ্রভাত সিঙ্গাপুর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সিঙ্গাপুরে পৌঁছেছেন। ১৩ তম ইস্ট এশিয়া সামিট ও এই সংক্রান্ত বৈঠকে যোগ দিতে এ বছরে লায়ন সিটিতে দ্বিতীয়বার এলেন তিনি। ইস্ট এশিয়া সামিটে এনিয়ে মোট পাঁচবার যোগ দিলেন তিনি।’
সিঙ্গাপুরের হোটেলে ঢোকার সময় নরেন্দ্র মোদিকে ‘ভারত মাতা কী জয়’ ও ‘বন্দেমাতরম’ স্লোগান তুলে স্বাগত জানানো হয়। দু’দিনের সিঙ্গাপুর সফরে এসে ১৬ তম এশিয়ান(ASEAN) ব্রেকফাস্ট সামিটের পাশাপাশি দ্বিতীয় রিজিওনাল কমপ্রেহেনসিভ ইকনমিক পার্টনারশিপ(আরসিইপি) সামিটেও যোগ দেওয়ার কথা তাঁর। সেই সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে তিনিই প্রথম সিঙ্গাপুর ফিনটেক ফেস্টিভ্যালে প্রধান বক্তা হিসেবে যোগ দেবেন। একাধিক বৈঠকের মাঝে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সঙ্গেও বৈঠক করবেন তিনি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2z7KlqO
November 14, 2018 at 12:55PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন