পাঁশকুড়া, ১৩ নভেম্বরঃ লাইনচ্যুত হাওড়া-পুরী ধৌলি এক্সপ্রেস। পাঁশকুড়ার কাছে একটি কামরা লাইনচ্যুত হয়ে গেল। হতাহতের কোনো খবর মেলেনি। ঘটনাস্থলে পৌঁছেছেন দক্ষিণ-পূর্ব রেলের আধিকারিক ও ইঞ্জিনিয়ররা।
জানা গিয়েছে, লাইনে থাকা পাত খুলে গিয়ে ট্রেনের একটি বগির চাকার উপরে লাগানো স্প্রিংয়ে আটকে যায়। এভাবে প্রায় দেড় কিমি যাওয়ার পর ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায়।
ভোগপুর স্টেশন পেরোনোর পর ধৌলি এক্সপ্রেসের ডি৩ বগির আগের বগির চাকায় লাইনে লাগানো স্প্রিং আটকে যায়। এরপরও এগোতে থাকে ট্রেনটি। ফলে লাইন থেকে পাথর ছিটকে আসতে শুরু করে। ঘর্ষণের কারণে ট্রেনের নিচ থেকে ধোঁয়া বের হতেও দেখা যায়। প্রায় দেড় কিলোমিটার পথ এভাবে যাওয়ার পর যাত্রীরা আতঙ্কিত হয়ে পাঁশকুড়া স্টেশনের কাছে চেন টানেন। এরপরই লাইনচ্যুত হয়ে যায় বগিটি। পাথর ছিটকে লেগে আহত হয়েছেন লাইনের ধারে বসবাসকারী কয়েকজন।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে রেল। যে বগিটি লাইনচ্যুত হয়েছে সেটি বাদ দিয়ে আগের বগিগুলিকে পাঁশকুড়া স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2qG9cxi
November 13, 2018 at 11:42AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন