ঢাকা, ৩০ নভেম্বর- ফিফা প্রকাশিত র্যাংকিংয়ে সবশেষ দুই ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। ১৯২তম স্থানে উঠে এসেছে ১৯৪তম স্থান থেকে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের পেছনে কেবল পাকিস্তান (১৯৯) এবং শ্রীলংকার অবস্থান (২০১)। বাংলাদেশের শঙ্কা ছিল দুইশ পেরিয়ে যাওয়ার! কারণ বছর যখন শুরু হয় তখন র্যাংকিং ছিল ১৯৭। সেখান থেকে নভেম্বরে এসে র্যাংকিং ঠেকেছে ১৯২-তে। বলা চলে মন্দের ভালো। নভেম্বরের ফিফা ফ্রেন্ডলি উইন্ডোতে ম্যাচ খেলার চেষ্টা করেও পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বেশ কয়েকটি দেশকে প্রস্তাব দিলেও সাড়া মেলেনি। বাফুফে এখন তাকিয়ে আগামী বছর মার্চের পরবর্তী উইন্ডোতে। আন্তর্জাতিক ম্যাচ খেলার পরিকল্পনা ছিল ফিফা র্যাংকিংয়ের হতশ্রী চেহারাটা দূর করা। ফিফা র্যাংকিংয়ে সেরা পাঁচের অবস্থানের কোনো রূপ হেরফের হয়নি। যথারীতি এক নম্বরে রয়েছে বেলজিয়াম। দুইয়ে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স, তিনে ব্রাজিল, চারে ক্রোয়েশিয়া এবং পাঁচ নম্বরে ইংল্যান্ডের অবস্থান। এক ধাপ এগিয়ে ছয়ে উঠে এসেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল পর্তুগাল। ছয় থেকে সাতে নেমে গেছে উরুগুয়ে। আটে সুইজারল্যান্ড, নয় নম্বরে স্পেন এবং দশে অবস্থান করছে ডেনমার্ক। এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে ইরান (২৯ নম্বরে)। ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশের সেরা সময় ছিল ১৯৯৩ সাল। ১১৬ তে উঠেছিল ওই বছর আগস্টে। আর/০৮:১৪/৩০ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2RqdGEa
November 30, 2018 at 04:48PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top