টরন্টো, ২৬ নভেম্বর- জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো, কানাডা-র নাম, লোগো, প্যাটার্ন ব্যাবহার করা নিয়ে আইনি প্রক্রিয়া গত ৭ই নভেম্বর ২০১৮ তারিখে নিষ্পত্তি হয়েছে। সংগঠনের প্রচার সম্পাদক ইলিয়াছ খান প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান সভাপতি দেবব্রত দে তমাল এবং সাধারন সম্পাদক মাহবুব চৌধুরী রনির নেতৃত্বে পরিচালিত সংগঠনটি মূল জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো, কানাডা হিসাবে বিবেচিত হবে। অন্য কোন সংগঠন এই নাম এবং লোগো ব্যবহার করতে পারবে না। উল্লেখ্য, গত বছর সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে জালালাবাদ অ্যাসোসিয়শন দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এবং দুই পক্ষই একই নাম, লোগো ব্যাবহার করতে শুরু করে। এ নিয়ে আদালতের দারস্থ হয় একটি পক্ষ। অবশেষে এর নিষ্পত্তি ঘটে।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Kz42fB
November 27, 2018 at 06:10AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন