নয়াদিল্লি, ১৩ নভেম্বরঃ শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ঘাড়ে নিয়ে পদত্যাগ করলেন ফ্লিপকার্টের অন্যতম প্রতিষ্ঠাতা তথা সিইও বিনি বনসল। মঙ্গলবার তিনি পদত্যাগ করেন। তাঁর পদত্যাগের ফলে ফ্লিপকার্টের নিয়ন্ত্রণ চলে গেল মার্কিন সংস্থা ওয়ালমার্টের হাতে।
এক বিবৃতিতে ফ্লিপকার্টের তরফে জানানো হয়েছে, বিনি বনসলের বিরুদ্ধে যে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছিল তার নিরপেক্ষ তদন্ত হয়েছে। এই তদন্ত করেছে ফ্লিপকার্ট ও ওয়ালমার্টের তরফে গঠিত যৌথ কমিটি। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিনি বনসল। তিনি জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব ছিল।
বিনি পদত্যাগের পর ফ্লিপকার্টের সিইও-র দায়িত্ব সামলাবেন কল্যাণ কৃষ্ণমূর্তি। ফ্লিপকার্টের সহযোগী সংস্থা মিন্ট্রা ও জ্যাবংয়ের দায়িত্ব সামলাবেন অনন্ত নারায়ণন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2FtzHQC
November 13, 2018 at 07:30PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন