চট্টগ্রাম, ২৪ নভেম্বর- ২০০৯ সালের জুলাইয়ে খর্ব শক্তির এক ওয়েস্ট ইন্ডিজ দলকে তাদেরই মাটিতে টেস্টে হারিয়েছিল বাংলাদেশ। এবার দীর্ঘ ৯ বছর পর দেশের মাটিতে হেসেখেলেই জিতলো বাংলাদেশ। এবার অবশ্য পূর্ণ শক্তির দলেই খেলেছে ক্যারিবীয়রা। শনিবার চট্টগ্রামে সিরিজে প্রথম টেস্টের তৃতীয় দিনে স্পিনারদের দাপটে ৬৪ রানে জয় পায় সাকিব আল হাসান ও তার দল। এই দুই টেস্টের মাঝে বাংলাদেশ উইন্ডিজদের বিপক্ষে খেলেছে আরও ৮টি টেস্ট। যেখানে ৭টি হারের বিপরীতে ড্র করেছে একটিতে। এ সময় ঘরের মাঠেই চারটি টেস্ট খেলে তিনটিতে হেরেছে বাংলাদেশ। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ দুটি টেস্ট খেলেছিল। তবে সেই দলটি ছিল ক্যারিবীয়দের দ্বিতীয় বা তৃতীয় সারির। বেতন-ভাতার সমস্যার কারণে বোর্ডের সঙ্গে ঝামেলা পাকিয়ে সেবার প্রথম দল সিরিজই খেলেনি। তাতে অবশ্য লাভ হয়েছিল টাইগারদেরই। প্রথমবারের মতো ক্যারিবীয়দের বিপক্ষে টেস্ট জয়ের পর দুই ম্যাচে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশও করেছিল। এবার চট্টগ্রামে জয়ের সেই সুখস্মৃতি ফেরালো বাংলাদেশ। তাতে অবদান রাখলেন সাকিব, তাইজুল, মিরাজ, মুমিনুলরা। আর এই সিরিজেও হোয়াইটওয়াশের বার্তা দিয়ে রাখলেন। এমএ/ ০২:২২/ ২৪ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2S4LiqM
November 24, 2018 at 08:29PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন