তিন আসনে ২৫ জনের মনোনয়ন পত্র দাখিল ॥ গোমস্তাপুরে চমক মোস্তফা, সদরে বুলবুল

জাতীয় নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁড়িয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস মনোনয়ন পত্র দাখিল করেছেন। এ নিয়ে চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে মনোনয়ন পত্র দাখিল করেছেন আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে ২৫ জন।
চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনে মনোনয়ন পত্র দাখিল করেছেন বিএনপি’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ, বিএনপি নেতা আব্দুল ওয়াহেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য আব্দুল ওদুদ, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জামায়াতের কেন্দ্রীয় নেতা নুরুল ইসলাম বুলবুল, জাসদ নেতা মনিরুজ্জামান মনির, ইসলামি ঐক্য জোটের আব্দুল কাদের, জাকের পার্টির বাবুল হোসেন ও বিএনএফ’র কামরুজ্জামান খান।
চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনে বিগত নির্বাচনগুলোর মত ২০ দলীয় জোটের শরিক জামায়াত নেতা নুরুল ইসলাম বুলবুল মনোনয়ন পত্র দাখিল করেছেন। তবে, জোটের প্রার্থী একজন হবেন, নাকি বিগতর মত দু’জন থাকবেন তার জন্য অপেক্ষা করতে হবে মনোনয়ন প্রত্যাহারের দিন পর্যন্ত।
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে দলীয় সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে মনোনয়ন পত্র দাখিল করেছেন বর্তমান সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস। এছাড়া যারা মনোনয়ন পত্র দাখিল করেছেন তারা হচ্ছেন, আওয়ামী লীগের প্রার্থী জিয়াউর রহমান, বিএনপি’র প্রার্থী আমিনুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জামায়াত নেতা মোহাঃ ইয়াহিয়া, জাসদ (তারা) প্রার্থী হিলাল-ই-আযম, কৃষক শ্রমিক জনতা লীগের নুরুল ইসলাম সেন্টু ও ফেরদৌস ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের ইব্রাহিম খলিল, স্বতন্ত্র প্রার্থী হিসেবে কৃষক লীগ নেতা খুরশিদ আলম বাচ্চু।
চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ডা. সামিল উদ্দীন আহম্মেদ শিমুল, বিএনপি’র প্রার্থী অধ্যাপক শাহজাহান মিয়া ও বেলাল-ই-বাকি ইদ্রিশী, স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি নেতা সৈয়দ শাহীন শওকত, বিএনএফ’র নুরুল ইসলাম জেন্টু, ইসলামী আন্দোলনের মনিরুল ইসলাম মনিউর ও স্বতন্ত্র প্রার্থী নবাব মোহাঃ শামসুল হোদা।







চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮-১১-১৮


from Chapainawabganjnews https://ift.tt/2ArGfts

November 28, 2018 at 09:23PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top