৯৮ শতাংশ নম্বর পেয়ে তাক লাগালেন ৯৬-এর করতিয়ানি আম্মা

আলাপ্পুঝা, ১ নভেম্বরঃ ৯৮ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিলেন ৯৬ বছরের কারতিয়ানি আম্মা। কেরালার আলাপ্পুঝা জেলার মাত্তম গ্রামের বাসিন্দা কারতিয়ানি আম্মা কৃষ্ণপিল্লা। লেখাপড়া শেখার আকাঙ্ক্ষা থেকেই এই বয়সেও কেরালার ‘অক্ষরালক্ষম’ সাক্ষরতা প্রকল্পে নাম লিখিয়েছিলেন। সেই প্রকল্পেরই চতুর্থ শ্রেণির সমতুল্য পরীক্ষায় ৯৮ শতাংশ নম্বর পেয়ে প্রথম হলেন কারতিয়ানি আম্মা।

জানা গিয়েছে, এই বিশেষ সাফল্যের জন্য সেরাজ্যের মুখ্যমন্ত্রীর তরফ থেকে সার্টিফিকেট দেওয়া হবে তাঁকে।

প্রথম হয়ে রীতিমত আপ্লুত কারতিয়ানি আম্মা বলেন, ‘আমি এখন জানি কীভাবে লিখতে, পড়তে ও অঙ্ক করতে হয়। ভাল নম্বর পেয়ে ভীষন খুশি আমি।’ তিনি আরও জানান,পড়াশুনায় নিয়মিত তাকে সাহায্য করেছে তাঁর দুই নাতনি। নাতনিদের মত ইংরেজি শেখার ইচ্ছেও প্রকাশ করেছেন এরপর। এই বয়সে এসেও লেখাপড়া শেখার তাঁর এই আগ্রহকে কুর্ণিশ জানাচ্ছেন সকলেই।

উল্লেখ্য, চলতি বছরের ২৬ জানুয়ারি চালু হয় অক্ষরালক্ষম সাক্ষরতা প্রকল্প। প্রায় ৪২,৯৩৩ জন এই প্রকল্পের পরীক্ষায় উত্তীর্ণ হয়।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2qmuCzj

November 01, 2018 at 03:18PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top