মুম্বাই, ১০ নভেম্বর- বেশ আলোড়ন তৈরি করবে প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের বিয়ে। সেই আভাস এরইমধ্যে কয়েকবার পাওয়া গেছে। এবার জানা গেল বিয়েতে উপস্থিত থাকবে ইংল্যান্ডের রাজপরিবার। প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের বিয়েতে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। কোয়েন্টিকো সিরিজ থেকে ভালো বন্ধুত্ব গড়ে ওঠে মেগান মার্কেল ও প্রিয়াঙ্কার মধ্যে। রাজপরিবারের বিয়েতেও হাজির হন প্রিয়াঙ্কা। এবার প্রিয়াঙ্কার বিয়েতে কী হাজির হবেন মেগান! নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ে নিয়ে উচ্ছ্বসিত ইংল্যান্ডের ডিউক অফ সাসেক্স। ফলে প্রিয়াঙ্কা ও নিকের বিয়েতে রাজস্থানে আসার ইচ্ছে প্রকাশ করেছেন তিনি। ইচ্ছে থাকলেও প্রিয়াঙ্কার বিয়েতে হয়তো হাজির হতে পারবেন না মেগান। রাজস্থান সফরে মেগানের নিরাপত্তা নিয়ে চিন্তিত রাজপরিবার। পাশাপাশি এই মুহূর্তে মেগান অন্তঃসত্ত্বা। তাই কোনোভাবেই তিনি হয়তো বন্ধু প্রিয়াঙ্কার বিয়েতে হাজির হতে পারবেন না! সবকিছু মিলিয়ে মার্কিন পপ তারকার সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ের দিন হয়তো রাজস্থানের উমেদ ভবনে হাজির হতে পারবেন না মেগান। এমইউ/০৬:৩৭/১০ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2RL0lWz
November 11, 2018 at 12:37AM
10 Nov 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top