চালসা, ১৮ নভেম্বরঃ লক্ষাধিক টাকার অবৈধ শাল কাঠ উদ্ধার করল বনদপ্তর। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার সকালে চালসা রেঞ্জের খরিয়ার বন্দর বিট ও মাল ৪৬ ব্যাটালিয়ন এসএসবি যৌথ অভিযান চালায়। মেটেলি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের শালবাড়ি ক্রান্তি মোড় এলাকার একটি সুপারি বাগানের মধ্যে রাখা ছিল ওই শাল গাছের গুঁড়িগুলো। খবর পেয়ে খরিয়ার বন্দরের বিট অফিসার হরিপদ শীলের নেতৃত্বে বনকর্মী ও এসএসবি জওয়ানরা ওই এলাকায় পৌঁছয়। শাল গাছের গুঁড়িগুলোকে ওই সুপারি বাগানে রেখেই পালিয়ে যায় গাড়ির চালক ও অন্যান্যরা। পরে সেগুলো গাড়িতে করে নিয়ে যাওয়া হয় খরিয়ার বন্দর ক্যাম্পে। বিট অফিসার হরিপদ শীল বলেন, উদ্ধার হওয়া কাঠের আনুমানিক বাজার মূল্য লক্ষাধিক টাকা। চোরেরা পালিয়ে যাওয়ায় কাউকে ধরা সম্ভব হয়নি। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
সংবাদদাতাঃ রহিদুল ইসলাম
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2QS3u75
November 18, 2018 at 01:34PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন