হায়দরাবাদ, ৯ নভেম্বরঃ একের পর এক জায়গার নাম বদলের নয়া ট্রেন্ড শুরু হয়েছে। এবার হায়দরাবাদের নাম বদলের দাবি তুললেন বিজেপি নেতা রাজা সিং। তাঁর বক্তব্য, আগে হায়দরাবাদের নাম ছিল ভাগ্যনগর। কিন্তু, ষোলোর দশকে নবাব কুতুব শাহ সেই নাম বদলে রেখেছিলেন হায়দরাবাদ। তাই হায়দরাবাদের নাম ফের ভাগ্যনগর করার দাবি তুলেছেন তিনি।
রাজা সিং বলেন, ‘বিজেপি তেলাঙ্গানায় ক্ষমতায় এলে আমাদের প্রথম লক্ষ্য হবে উন্নয়ন। কয়েকটি জায়গার নাম পরিবর্তন করা হবে দ্বিতীয় লক্ষ্য। যাঁরা আমাদের দেশ ও তেলাঙ্গানার জন্য কাজ করেছেন, তাঁদের নামে নামকরণ করা উচিত।’
উত্তরপ্রদেশে গত কয়েকদিনে পরিবর্তন হয়েছে একাধিক শহরের নাম। এলাহাবাদের নাম পরিবর্তন হয়ে হয়েছে প্রয়াগ, ফৈজাবাদের নাম বদলে হয়েছে অযোধ্যা। এবার হায়দরাবাদের নাম পরিবর্তনের দাবি উঠল।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2zDLgi8
November 09, 2018 at 01:39PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন