মুম্বই, ১৭ নভেম্বরঃ প্রয়াত হলেন বিশিষ্ট অ্যাড গুরু তথা বিশিষ্ঠ অভিনেতা অ্যালেক পদমসী। শনিবার সকালে মুম্বইতে নিজের ফ্ল্যাটেই মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৯০ বছর।
বিজ্ঞাপন জগতকে এক নতুন দিশা দেখিয়েছিলেন তিনি। তাঁর সংস্থা দেশের বিজ্ঞাপনী জগতের অন্যতম পথপ্রদর্শক। ‘হামারা বাজাজ’, ‘লিরিল’ সাবানের মত বহু জনপ্রিয় ও স্মরণীয় বিজ্ঞাপনের জনক ছিলেন অ্যালেক পদমসী। আমুলের ‘আটারলি বাটারলি ডিলিশাস’ তাঁরই তৈরি। ১০০টির বেশি নতুন ব্র্যান্ডের জন্ম দিয়েছিলেন তিনি।
১৯৮২-র অস্কারজয়ী ‘গান্ধি’ ছবিতে মহম্মদ আলি জিন্নার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এছাড়াও এভিটা, তুঘলকের মত একাধিক খ্যাতনামা নাটকের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছিলেন পদমসী।
২০০০ সালে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হন পদমসী। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2qPIB0X
November 17, 2018 at 03:05PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন