কালনায় পৃথক দুর্ঘটনা, জখম ৪

পূর্ব বর্ধমান, ৬ নভেম্বরঃ কালনায় পৃথক দু’টি দুর্ঘটনায় জখম হলেন ৪ জন। তাঁদের মধ্যে তিন জন কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এক জনকে কলকাতায় রেফার করা হয়েছে৷

জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় কালনার মেদগাছি ও পাথরডাঙার বাসিন্দা পেশায় রাজমিস্ত্রি তিন যুবক বাইকে চেপে মেমারির সাতগেছিয়ায় গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে কালনার বুলবুলিতলায় একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জখম হন ৩ জন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গিয়াসউদ্দিন শেখ, ফিরোজ শেখ ও মনিরুল শেখ নামে ওই তিন যুবকের কারও মাথাতেই হেলমেট ছিল না। আহতদের হাসপাতালে ভরতি করা হয়।

অন্যদিকে, সোমবার সকালে মসজিদে নমাজ পড়তে যাওয়ার সময় মোটরভ্যানের ধাক্কায় গুরুতর জখম হলেন নাদনঘাটের ধোবার একটি মসজিদের ইমাম৷ জানা গিয়েছে, এদিন তিনি সকালে সাইকেলে চেপে মসজিদে যাচ্ছিলেন। সে‌ই সময় একটি মোটরভ্যান তাঁকে ধাক্কা মারলে গুরুতর জখম হন তিনি। স্থানীয় বাসিন্দারা জখম ওই ইমামকে উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে ভরতি করেন। চিকিৎসকরা তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন। ঘটনার তদন্ত চলছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2REInoS

November 06, 2018 at 02:06PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top