প্রদীপ থেকে আগুন, ভস্মীভূত তিনটি বাড়ি

রায়গঞ্জ, ২২ নভেম্বরঃ বিধ্বংসী আগুনে ভস্মীভূত হল তিনটি বাড়ি। বৃহস্পতিবার দুপুরে রায়গঞ্জ শহরের মিলনপাড়া এলাকার ঘটনা। একের পর এক বাড়ি পুড়ে যাওয়াকে কেন্দ্র করে এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে রায়গঞ্জের দমকল কেন্দ্রের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। দীর্ঘ তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের কর্মীরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রায়গঞ্জ থানার আইসি সুরজ থাপার নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ও রায়গঞ্জ পুরসভা চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস, স্থানীয় কাউন্সিলর পুষ্পা মজুমদার ও বিদ্যুৎ দফতরের কর্মীরা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ শহরের পেশায় সবজি ব্যবসায়ী ভবেশ দাসের স্ত্রী পুজো সেরে প্রদীপ জ্বালিয়ে বাড়ি বন্ধ করে বের হয়ে যান। কিছুক্ষণ পরেই ভবেশবাবুর বাড়ি থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখেন প্রতিবেশীরা। কাছে গিয়ে আগুন নেভানোর চেষ্টাও করেন তারা। এদিক আগুনের লেলিহান শিখা গ্রাস করতে থাকে একের পর এক বাড়িকে। বাড়িতে থাকা চারটি গ্যাস সিলিন্ডার একের পর এক বিস্ফোরণ হয়। মুহূর্তের মধ্যে একে একে গ্যাস সিলিন্ডারগুলো বিস্ফোরণ হয়ে আগুন ভয়াবহ আকার নেয়।

জানা গিয়েছে, ভবেশ বাবুর বাড়িতে এক ঘর ভরতি সবজির কার্টুন ছিল। পাশাপাশি ছিল চারটি সিলিন্ডারও। ভবেশ দাসের স্ত্রী আরতি দাস বলেন, ‘পুজো দিয়ে প্রদীপ জ্বালিয়ে ঘর থেকে বের হই। ঘরে শুয়ে ছিল নাতনী পুচু। সেই প্রথমে আগুন ধরতে দেখে বাইরে এসে আমাকে খবর দিতেই ছুটে যাই বাড়িতে। দেখি আগুনে সব শেষ হয়ে যাচ্ছে।’ রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত বলেন, ক্ষতিগ্রস্ত এই তিন পরিবার যাতে সরকারি সাহায্য পায় তার যাবতীয় ব্যবস্থা করা হবে। পাশাপাশি নিজের উদ্যোগেও ওই তিন পরিবারকে সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। পুরসভার পক্ষ থেকে তিনটি ক্ষতিগ্রস্ত পরিবারকে দেওয়া হবে তিনটি পাকা বাড়ি।

সংবাদদাতাঃ বিশ্বজিৎ সরকার

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2KpdgLv

November 22, 2018 at 06:42PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top