হনুমান দলিত! বেফাঁস মন্তব্য করে আইনি বিপাকে যোগী

জয়পুর, ৩০ নভেম্বরঃ নির্বাচনি প্রচার করতে গিয়ে আইনি বিপাকে পড়ে গেলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। হিন্দুত্ববাদী সংগঠন সর্ব ব্রাহ্মণ ধর্মসভার তরফে আইনি নোটিশ দেওয়া হয়। পাশাপাশি তিন দিনের মধ্যে যোগীকে ক্ষমা চাওয়ার দাবিও জানানো হয়েছে।

রাজস্থানে নির্বাচনি প্রচারে এসে যোগী বলেন, ‘হনুমান একজন আদিবাসী নেতা। রামচন্দ্র বনবাসের সময় স্থানীয় আদিবাসীদের দস্যুর হাত থেকে রক্ষা করেছিলেন। একজন বড়ো আদিবাসী নেতা হিসেবে হনুমান তাঁর পাশে দাঁড়িয়েছিলেন।’ তিনি বলেন, ‘হনুমান দলিত নেতা হিসেবে রামের পাশে যেমন দাঁড়িয়েছিলেন, তেমনই মানুষকে একত্রিত করে রাবণের বিরুদ্ধে লড়াইয়ে শামিল করেছিলেন।’

হিন্দুত্ববাদী রাজস্থান সর্ব ব্রাহ্মণ মহাসভার বক্তব্য, ‘হনুমান মোটেই দলিত ছিলেন না। তাঁকে কীভাবে দলিত বলা হয়! কোথাও নেই যে হনুমান দলিত ছিলেন।’

সংগঠনের নেটিসে বলা হয়েছে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হনুমানকে বঞ্চিত ও দলিত বলেছেন, এটা খুবই দুঃখের। তাঁর ওই মন্তব্যে মানুষের আবেগে আঘাত লেগেছে। সস্তা রাজনীতি করার জন্যই এই ধরনের মন্তব্য করা হয়েছে।

গোটা বিষয়টি এখন রাজনৈতিক ইশ্যু হয়ে দাঁড়িয়েছে রাজস্থানে। বিজেপি-র নেতারা বলছেন, ‘হনুমানকে দলিত বলা হয়নি। বরং বলা হয়েছে হনুমান দলিত-বঞ্চিতদের একেজাট করেছিলেন। মানুষের বুঝতে ভুল হয়েছে।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Rk4LUI

November 30, 2018 at 05:11PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top