ঢাকা, ১৫ নভেম্বর- টেস্টে বাজে সময় কাটছিল বাংলাদেশের। ঘরে কিংবা বাইরে কোথাও সুবিধা করে উঠতে পারছিল না টাইগাররা। টানা ৪ ম্যাচে লজ্জার হার বরণ করতে হয়েছে। মুশফিকুর রহিম বললেন, এ অবস্থায় একটা জয় খুবই দরকার ছিল। মিরপুর টেস্টে জিম্বাবুয়েকে ২১৮ রানে হারিয়েছে বাংলাদেশ। এ জয়ে ১-১ সমতায় সিরিজ শেষ করেছে মাহমুদউল্লাহ বাহিনী। এর নেপথ্য নায়ক মুশফিক। ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তার হাতে। পুরস্কার বিতরণী মঞ্চে তিনি বলেন, জয়টা অপরিহার্য ছিল। প্রথম (সিলেট) টেস্টে আমরা ভালো করতে পারিনি। আমি মনে করি, এ টেস্টে ছেলেরা দারুণ পারফর্ম করেছে। অনন্য ইনিংস খেলেছে মুমিনুল হক। গোটা সিরিজে দারুণ বোলিং করেছে বোলাররা। বিশেষ করে তাইজুল ও মিরাজ। সবাইকে ধন্যবাদ। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষ হওয়ার আগেই বাংলাদেশ সফরে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানদের বিপক্ষে ২টি টেস্ট এবং ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে স্বাগতিকরা। তাদের সঙ্গেও দুর্দান্ত কিছু করার প্রত্যয় মুশফিকের কণ্ঠে। মিস্টার ডিপেন্ডেবল বলেন, গেল ৩ বছর ধরে হোমগ্রাউন্ডে টেস্টেও ভালো করছি আমরা। প্রতিপক্ষের ওপর আধিপত্য বিস্তার করে খেলছি। সামনে উইন্ডিজের বিপক্ষে খেলব। আশা করি, তাদের বিপক্ষে আমাদের পারফরম্যান্সের উন্নতির গ্রাফটা আরো ঊর্ধ্বমুখী হবে। এমএ/ ০২:৪৪/ ১৫ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2QJmzIi
November 15, 2018 at 08:50PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top