ইউরোপের সেরা ক্লাবগুলো নতুন এক লিগ চালু করার সিদ্ধান্ত নিচ্ছে। মোট ১৬ দল নিয়ে তারা চিন্তা করছে ইউরোপিয়ান সুপার লিগ নামের নতুন একটি টুর্নামেন্ট চালু করতে। আর এটি চালু হয়ে গেলে তারা বের হয়ে যাবে চ্যাম্পিয়নস লিগ থেকে। ইউরোপের সেরা ১৬ দল যদি চ্যাম্পিয়নস লিগ থেকে বেরিয়ে যায় তবে কার্যত বন্ধ হয়ে যাবে চ্যাম্পিয়নস লিগ। জার্মান ভিত্তিক সাপ্তাহিক ডার স্পাইসেল দিয়েছে বিস্তোরক এই তথ্য। আর তারা সূত্র হিসেবে ব্যবহার করেছে ফুটবলের উইকিলিকস খ্যাত ফুটবল লিকস এর ফাঁস করা তথ্য। তাদের মতে, ২০২১ সাল থেকে শুরু হবে নতুন এই টুর্মামেন্ট। তাতে সরাসরি অংশ নেবে ইউরোপের ১১টি বড় বড় ক্লাব। এছাড়া বাকি পাঁচ নামী ক্লাবকে ডাকা হবে অতিথী হিসেবে। ডার স্পাইসেলের হাতে যে তথ্য এসেছে তার ওপর ভিত্তি করে তারা দাবি করছে, ১৬ দল এরই মধ্যে চুক্তিতে স্বাক্ষর করেছে। তারা এখন নতুন এই উন্মাদনা নিতে প্রস্তুত। আর মার্কার দেওয়া তথ্য মতে, ইউনিয়ম অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (উয়েফা) যদি কোন প্রতিক্রিয়া না দেখায় তবে ক্লাবগুলোর নতুন এই লিগ শুরু করতে কোন বাধা থাকবে না। জার্মান সপ্তাহিকের মতে, নতুন এই লিগের প্রস্তাবে সম্মত হয়েছে লা লিগা থেকে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা। ইংলিশ লিগ থেকে ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, চেলসি, আর্সেনাল ও লিভারপুল। ইতালির জুভেন্টাস ও এসি মিলান। জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ ও ফ্রান্সের পিএসজি। এছাড়া অতিথী ক্লাব হিসেবে নাম নেওয়া হয়েছে লা লিগার অ্যাথলেটিকো মাদ্রিদ, জার্মানির বরুসিয়া ডর্টমুন্ডু, জুভেন্টাসের রোমা ও ইন্টার মিলান এবং ফ্রান্সের মার্সেই। মূলত চ্যাম্পিয়নস লিগের প্রতিযোগিতার দিকে তাকালে দেখা যায় ইউরোপের এই ১৬ ক্লাবের বাইরে অন্য ক্লাবগুলো খুব একটা প্রতিযোগিতা করতে পারে না। তাদের চ্যাম্পিয়নস লিগে আসা অনেকটা সংখ্যা পূরণের মতো। যদিও টটেনহ্যাম, নাপোলি, পোর্তোর মতো ক্লাব চ্যাম্পিয়নস লিগে ভালো করে। তবে ইউরোপের সেরা এই ১৬ দল থাকলে ইউরোপিয়ান সুপার লিগ নামে কোন টুর্নামেন্ট চালু হলে তার জনপ্রিয়তা খুব একটা কমবে না। এছাড়া ইউরোপিয়ান সুপার লিগে অংশ নেওয়া ক্লাবগুলোর আয়ও বাড়বে বলে মনে করা হচ্ছে। এমএ/ ১২:১১/ ০৩ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2AKdauO
November 03, 2018 at 06:57PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন