সিলেট-২ আসনে নৌকা প্রতীকের দাবিতে আ.লীগের সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ

FB_IMG_1543156115943বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) সংসদীয় আসনে নৌকা প্রতীক বরাদ্দের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছে সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরীর পক্ষে আজ রবিবার সন্ধ্যায় সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা থানায় এলাকা রশিদপুরে সড়ক অবরোধ করা হয়। নৌকা, নৌকা, নৌকা স্লোগানে মহাসড়ক মুখরিত হয়ে উঠে। সাবেক এমপি শফিক চৌধুরী গত দশম জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন না দিয়ে মহাজোটের শরীক দল জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ইয়াহইয়া চৌধুরী এহিয়াকে মনোনয়ন দেওয়া হয়। এবছরও জাতীয় পার্টির প্রার্থী এহিয়া চৌধুরীকে মনোনয়ন দেওয়ার গুঞ্জনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আন্দোলনে নামেন।

আওয়ামী লীগ নেতারা বলেন ‘সাবেক এমপি শফিক চৌধুরীকে নৌকা প্রতীক না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।’

এদিকে,সড়ক অবরোধ থাকায় সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়েছে। যানজটের কারণে যাত্রীরা চরম দুর্ভোগে পরেছেন। সিলেট-ঢাকা মহাসড়ক, রশিদপুর-বিশ্বনাথ সড়কে শতশত গাড়ি আটকা পড়ে। এরির্পোট সন্ধ্যা সাড়ে ৬টায় লেখা পর্যন্ত সড়ক অবরোধ করে আওয়ামী লীগ নেতারা বিক্ষোভ করছেন।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2DX0uUe

November 25, 2018 at 08:32PM
25 Nov 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top