বাংলাদেশ সীমান্তে কাঁটাতার দেওয়ার জন্য জমি দিতে রাজি রাজ্য

নয়াদিল্লি, ১১ নভেম্বরঃ ভারত-বাংলাদেশ সীমান্ত বরাবার কাঁটাতারের বেড়ার জন্য জমি দিতে রাজি হল রাজ্য সরকার। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, বছর দুয়েক ধরে চেষ্টা করার পর রাজি করানো সম্ভব হয়েছে রাজ্য সরকারকে। ভারত ও বাংলাদেশের মধ্যে যে ৪০৯৬ কিমি সীমান্ত রয়েছে, তার মধ্যে ২২১৬ কিমি সীমান্ত রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে। সেই সব এলাকায় কাঁটাতার দেওয়ার জন্য মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ৩০০ একর জমি চেয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। বহু আলোচনার পর অবশেষে সেই জমি পাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রক। নবান্ন সূত্রে খবর, শুক্রবার কেন্দ্রের জমির দেওয়ার আবেদন মঞ্জুর করেছে রাজ্য সরকার। কাঁটাতার দেওয়ার জন্য খরচ হবে প্রায় এক হাজার কোটি টাকা। স্বরাষ্ট্রমন্ত্রকের মতে, সীমান্তের সব জায়গায় কাঁটাতার দেওয়া সম্ভব হলে, রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আটকানো সম্ভব হবে। এছাড়া চোরাচালানও কমবে। পশ্চিমবঙ্গ ছাড়াও অসম, ত্রিপুরা ও মেঘালয় সরকারের কাছেও বাংলাদেশ সীমান্তে কাঁটাতার দেওয়ার জন্য জমি চাওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2PNyPup

November 11, 2018 at 11:22AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top