পাক নাগরিকত্ব পাচ্ছে না সানিয়া-শোয়েব পুত্র

নয়াদিল্লি, ২ নভেম্বরঃ পাক নাগরিকত্ব নিয়ে বিতর্ক শুরু হয়ে গেল সানিয়া মির্জা ও শোয়েব মালিকের শিশু সন্তান ইজহান মির্জা-মালিককে নিয়ে।

গত ৩০ অক্টোবর হায়দরাবাদের রেনবো হাসপাতালে সানিয়া মির্জা পুত্র সন্তানের জন্ম দেন। পিতা শোয়েব মালিক সোশ্যাল মিডিয়ায় সানিয়ার মা হওয়ার খবর জানান অনুরাগীদের। পাক ক্রিকেটমহলে এই নিয়ে খুশির বাতাবরণ থাকলেও তাঁর সন্তানের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলে পাক মিডিয়া। পাসপোর্ট ও পাক অভিবাসন নীতি অনুযায়ী কোনও ভারতীয় নাগরিক পাকিস্তানের নাগরিকত্ব পেতে পারে না। ১৯টি দেশের সঙ্গে পাকিস্তানের দ্বৈত নাগরিকত্ব চুক্তি থাকলেও সেই তালিকায় ভারতের নাম নেই। যেহেতু সানিয়া ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করেননি, তাই ভারতে জন্ম নেওয়া তাঁর সন্তান পাকিস্তানের নাগরিকত্ব পাবে না। তবে এই বিষয় নিয়ে চিন্তিত নয় শোয়েব। কারণ এমন পরিস্থিতির কথা আঁচ করেই গত সেপ্টেম্বরে শোয়েব জানিয়েছিলেন, তাঁদের সন্তান পাকিস্তানেরও নাগরিক হবে না, ভারতেরও নয়। ছেলের নামকরণকালে সানিয়া-শোয়েব দু’জনেরই পদবি ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। যে কারণে ইজহানের পদবিতে মির্জা-মালিক ব্যবহার করা হচ্ছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2QfEtT5

November 02, 2018 at 09:27PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top