বুয়েনোস আইরেস, ০২ নভেম্বর- ক্লাবের হয়ে মাঠ মাতিয়েই যাচ্ছেন অথচ আর্জেন্টিনা দলে সুযোগ পাচ্ছেন না লিওনেল মেসি। বিশ্বকাপের পর আকাশী-নীল জার্সিধারীদের হয়ে আর মাঠে নামা হয়নি এলএম টেনের। মেক্সিকোর বিপক্ষে দুটি আন্তর্জাতিক ম্যাচের জন্য মেসিকে ছাড়াই ৩০ সদস্যের দল ঘোষণা করেছেন আর্জেন্টাইন কোচ। অন্তর্বর্তীকালীন কোচ লিওনেল স্কোলানির অধীনে বেশ ভালোভাবেই এগুচ্ছে আর্জেন্টিনা। শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে দারুণ খেলে শেষ সময়ের গোলে হারতে হয়েছিল তাদের। এবার মেক্সিকোর বিপক্ষেও দারুণ খেলার ব্যাপারে বেশ আশাবাদী। দলে ২০১৬ সালের পর প্রথমবারের মতো ডাক পেয়েছেন ক্লাব ফুটবলে স্পার্সের হয়ে দারুণ খেলা মিডফিল্ডার এরিক লামেলা। এছাড়া দিবালা, ইকার্দি, লাউতারো মার্টিনেজের মতো ক্লাব মাতানো ফুটবলাররা তো আছেনই। তবে প্রথমবারের মতো ডাক পেয়েছেন রেসিং ক্লাবের মিডফিল্ডার মাতিয়াস জারাখো। আর্জেন্টিনা ৩০ সদস্যের দল গোলকিপার: অগাস্টিন মারচেসি, সার্জিও রোমেরো, জেরোনিমো রুল্লি। ডিফেন্ডার: ফুনেস মুরি, জার্মান পেজেল্লা, রেঞ্জো সারাভিয়া, নিকোলাস তাগলিয়াফিকো, ওয়াল্টার কানেমান, নিকোলাস ওটামেন্ডি, গ্যাব্রিয়েল মার্কাদো, এমানুয়েল মামানা, ইয়োহান ফুথ। মিডফিল্ডার: মার্কস আকুনা, ম্যাক্সি মেজা, ফ্রাঙ্কো ফাজুকুয়েজ, জিওভানি লো সেলসো, লেয়ান্দ্রো পারেদেস, সান্তিয়াগো আস্কাবার, রড্রিগো বাতাগ্লিয়া, মাতিয়াস জারাখো, রবার্তো পেরেইরা। স্ট্রাইকার: রড্রিগো ডে পাউল, ফ্রাঙ্কো সার্ভি, এঞ্জেল কোরেয়া, লাউতারো মার্টিনেজ, মাউরো ইকার্দি, জিওভানি সিমিওনে, পাওলো দিবালা, এরিক লামেলা, এডুয়ার্ডো সালভিও। সূত্র: জাগোনিউজ২৪ আর/০৮:১৪/০২ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2SzyObQ
November 02, 2018 at 02:14PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top