নয়াদিল্লি, ১১ নভেম্বরঃ আইনরক্ষা করা যাঁর কর্তব্য, তিনিই সুপ্রিমকোর্টের নির্দেশিকার বিরোধিতা করে বসলেন সোশ্যাল মিডিয়ায়। কয়েক দিন আগেই বাজি পোড়ানোর জন্য সময় বেঁধে দিয়েছিল সুপ্রিমকোর্ট। এছাড়া পরিবেশবান্ধব বাজি পোড়ানোর কথাও বলেছিল আদালত। সেই নির্দেশিকার বিরোধিতা করে দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার দেবেন্দ্র আর্য। টুইটারে তিনি লেখেন, ‘বাজি পোড়ানোর জন্য আপনি জেলেও যেতে পারেন। ভাবতে পারিনি এমনও দিন আসবে। এটাই কি আমার দেশ ভারত যেখানে আমি থাকি?’ এই টুইটের পরই উচ্চপদস্থ ওই পুলিশকর্তার বিরুদ্ধে নানা রকম মন্তব্য শুরু হয়ে যায়। অনেকেই বলেন, পুলিশ যদি এই ধরণের কথা বলে, তাহলে সাধারণ মানুষ আইন মানবে কেন? চাপে পড়ে শেষ পর্যন্ত ক্ষমা চেয়ে নেন দেবেন্দ্র। টুইট করে ফের তিনি জানান, ’আমি মুহূর্তের আবেগের বশে এই কথা লিখে ফেলেছি। এটা আমার নিজের মতামত নয়। আমি কখনওই দেশের শীর্ষ আদালতের বিরোধিতা করতে চাইনি। এই ধরণের কথা বলার জন্য আমি ক্ষমা চাইছি।’ যদিও ক্ষমা চাওয়ার পরও সমালোচনা বন্ধ হয়নি। দেবেন্দ্রর মন্তব্যের সমালোচনা করেছেন পরিবেশবিদরাও।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2z4ftY5
November 11, 2018 at 11:54AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন