সিলেট, ০৬ নভেম্বর- ওপেনিং জুটিটা বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছিল। ২৩তম ওভারে এসে ভাঙল জুটিটি। লিটন দাসকে এলবিডব্লিউ করে সাজঘরে ফেরালেন সিকান্দার রাজা। শুরুতে অবশ্য আম্পায়ার আউট দেননি। রিভিউ নিয়ে নেয় জিম্বাবুয়ে। তাতেই আম্পায়ারের সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়। জয়ের লক্ষ্য ৩২১ রান। চতুর্থ ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। সিলেট টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে তাই অনেকটাই ব্যাকফুটে টাইগাররা। শঙ্কার বিষয় হলো, তিনশোর্ধ রান তাড়া করে জেতার ইতিহাস নেই বাংলাদেশের। এই টেস্ট জিততে হলে রেকর্ডই গড়তে হবে। দুই ওপেনার লিটন দাস আর ইমরুল কায়েসের দায়িত্বশীল ব্যাটিংয়ে আগের দিন শেষ বিকেলে কোনো বিপদ ঘটেনি। চতুর্থ দিন সকালেও প্রথম আধা ঘন্টা নির্বিঘ্নে পার করে দেয় এই জুটি। শেষপর্যন্ত দলীয় ৫৬ রানের মাথায় লিটনের আউটে ভেঙেছে জুটিটি। ৭৫ বলে ৩ বাউন্ডারিতে ২৩ রান করেন লিটন। ইমরুল অপরাজিত আছেন ৩৩ রানে। নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে এসেছেন মুমিনুল হক। এর আগে প্রথম ইনিংসে জিম্বাবুয়ের ২৮২ রানের জবাবে টাইগাররা অলআউট হয়ে যায় মাত্র ১৪৩ রানে। দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ে গুটিয়ে যায় ১৮১ রানে। সূত্র: জাগোনিউজ২৪ আর/০৮:১৪/০৬ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2AMOrFV
November 06, 2018 at 04:43PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top