নয়াদিল্লি, ১৩ নভেম্বরঃ রাফাল চুক্তি নিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির অভিযোগকে অস্বীকার করল ফরাসি যুদ্ধবিমান সংস্থা দ্যাসো-র প্রধান এরিক ট্র্যাপিয়ার। তিনি বলেন, ‘আমি মিথ্যে বলছি না। আম্বানিকে আমরাই বেছে নিয়েছিলাম।’
এর আগেও ট্র্যাপিয়ারের করা বিবৃতিকে মিথ্যা বলে অভিযোগ করেছিলেন রাহুল গান্ধি। মঙ্গলবার সেই অভিযোগের উত্তরে একটি সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাত্কারে ট্র্যাপিয়ার বলেন, ‘আমার মিথ্যে বলার সুনাম নেই। আমার মতো সিইও-র পদে থাকা কেউই মিথ্যে বলেন না।’ এরিক ট্র্যাপিয়ারের কথায়, ‘ইউপিএ সরকারের সঙ্গে ১২৬টি রাফাল যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। যার মধ্যে ১৮টি রেডি বিমান দেবে দ্যাসো। বাকি বিমান তৈরি হবে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের সহযোগিতায়।’ কংগ্রেস সভাপতির এই মন্তব্যে আক্ষেপের সুরে তিনি জানান, কংগ্রেসের সঙ্গে দ্যাসোর সম্পর্ক দীর্ঘদিনের। রাহুল গান্ধির এরূপ মন্তব্য সত্যিই দুর্ভাগ্যজনক।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2OGey53
November 13, 2018 at 07:00PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন