মোগাদিশু (সোমালিয়া), ১১ নভেম্বরঃ ফের বিস্ফোরণে কেঁপে উঠল সোমালিয়ার রাজধানী শহর মোগাদিশু। গাড়িবোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে অন্তত ৫২ জনের। আহতের সংখ্যা ১০৬। শহরে সাহাফি নামে একটি হোটেলের সামনে কয়েক মিনিটের ব্যবধানে দুটি গাড়িতে বিস্ফোরণ হয়। হোটেলটি সোমালিয়া পুলিশের তদন্তকারী সংস্থার কাছেই অবস্থিত। পুলিশের ওই দপ্তরই হামলার লক্ষ্য ছিল বলে মনে করা হচ্ছে। বিস্ফোরণের পর চার জঙ্গি হোটেলের ছাদে উঠে গুলি চালাতে শুরু করে। পরে পুলিশ এলে তাদের সঙ্গে গুলির লড়াই শুরু হয়। পরে জঙ্গিদের মেরে হোটেলের আবাসিকদের বের করে আনে পুলিশ। বিস্ফোরণের দায় স্বীকার করেছে কুখ্যাত জঙ্গি সংগঠন আল শাবাব গোষ্ঠী।
ছবিটি প্রতীকী
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2z1RKYM
November 11, 2018 at 11:04AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন