চণ্ডীগড়, ১৭ নভেম্বরঃ প্রয়াত হলেন মহাবীর চক্র সম্মানে ভূষিত ব্রিগেডিয়ার কুলদীপ সিং। জানা গিয়েছে, ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। শনিবার মোহালির একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় মেজর পদে ছিলেন ব্রিগেডিয়ার কুলদীপ সিং চন্দপুরি। রাজস্থানের লোঙ্গেওয়ালায় পাকিস্তানি সেনা ট্যাংক সহ পূর্ণশক্তি নিয়ে ভারতীয় সেনার উপর আক্রমণ চালায়। ১২০ জন জওয়ান নিয়ে তিনি সেই আক্রমণ প্রতিহত করেছিলেন। তার জন্য কুলদীপ সিংকে মহাবীর চক্রে ভূষিত করা হয়। তাঁর বীরত্বের কাহিনি অনুকরণেই তৈরি হয়েছিল ‘বর্ডার’ সিনেমাটি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2QNh4II
November 17, 2018 at 08:54PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন