ঢাকা, ১১ নভেম্বর- ঢাকা টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তবে শুরুটা মোটেও ভালো হয়নি টাইগারদের। কায়েস-লিটন-মিঠুনকে হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। তবে লড়াই চালিয়ে যান মুমিনুল হক ও মুশফিকুর রহিম। এরই মধ্যে সেঞ্চুরি তুলে নিয়েছেন মুমিনুল আর হাফ সেঞ্চুরি পার করেছেন মুশফিক। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৫৬ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২০০ রান করেছে বাংলাদেশ। মুমিনুল হক ১৬১ বল খেলে ১৩টি চারে ১১০ রানে ব্যাট করছেন আর ও মুশফিকুর রহিম ১২৬ বল খেলে ৫টি চারে ৬৯ রানে ব্যাট করছেন। এর আগে সপ্তম ওভারে কাইল জারভিসের বলে উইকেটরক্ষক চাকাভাকে ক্যাচ দিয়ে শূন্য রানে ফেরেন ইমরুল কায়েস। নিজের পরের ওভারে জারভিস মাভুতার ক্যাচে লিটন দাশকেও তুলে নেন। অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ডাক মেরে সূচনাটা ভালো করতে পারলেন না মোহাম্মদ মিঠুন। ডোনাল্ড ট্রিপানোর বলে ব্র্যান্ডন টেইলরকে ক্যাচ দেন তিনি। সূত্র: বাংলাদেশ প্রতিদিন আর/১২:১৪/১১ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2OD0sBx
November 11, 2018 at 08:23PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top