গৃহবন্দি অবস্থা শেষ হতেই ফের গ্রেফতার কবি ভারাভারা রাও

পুনে, ১৮ নভেম্বরঃ গৃহবন্দি অবস্থা শেষ হতেই  গ্রেফতার করা হল কবি ভারাভারা রাওকে। শনিবার রাতে পুনে পুলিশ তাঁকে গ্রেফতার করে। জানুয়ারি মাসে ভিমা-কোরেগাঁও যুদ্ধের ২০০ বছর পূর্তি উপলক্ষ্যে পুনেতে দলিতদের মিছিলে  প্রতিবাদে উত্তপ্ত হয় মুম্বই। সেই ঘটনা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার ছক কষার অভিযোগে অগাস্ট মাসে মাওবাদী মতাদর্শে বিশ্বাসী ভারাভারা রাওসহ পাঁচজন সমাজকর্মীকে গ্রেফতার করা হয়েছিল। পরে সুপ্রিমকোর্টের নির্দেশে তাঁদের পুলিশ বা জেল হেপাজতের পরিবর্তে গৃহবন্দি রাখা হয়। যদিও তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত চলছিল। শুক্রবার ৭৮ বছর বয়সি এই কবিকে ট্রানজিট রিমান্ডে নেওয়া সংক্রান্ত একটি নির্দেশ রদ করার আবেদন খারিজ করে দেয় হায়দরাবাদ হাইকোর্ট। এরপরই পুনে পুলিশের একটি বিশেষ দল হায়দরাবাদে এসে পৌঁছায়। শনিবার গৃহবন্দি অবস্থার মেয়াদ শেষ হতেই ভারাভারাকে গ্রেফতার করে পুলিশ। আজ তাঁকে পুনের স্থানীয় আদালতে তোলা হবে বলে জানিয়েছেন পুনের অতিরিক্ত পুলিশ কমিশনার। যদিও ভারাভারার আত্মীয়রা দাবি করেছেন, তাঁকে গ্রেফতারের জন্য প্রয়োজনীয় নথি পুনে পুলিশের ছিল না।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2QcrgO9

November 18, 2018 at 11:41AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top