কলকাতা, ২ নভেম্বরঃ উৎসবের মরশুমে চার জোড়া বিশেষ ট্রেন নিয়ে আসছে পূর্ব রেল। কালীপুজো ও দীপাবলীর সময় অতিরিক্ত ভিড় সামালাতে এই বিশেষ ট্রেনগুলির ব্যবস্থা করা হয়েছে। ৬ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত মোট তিনদিন সারারাত এই ট্রেন পরিসেবা পাওয়া যাবে বলে জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ। ৬ নভেম্বর অর্থাৎ কালীপুজোর দিন কিছু ট্রেন অবশ্য বাতিল করা হয়েছে।
জানা গিয়েছে, শিয়ালদা-ডানকুনি, শিয়ালদা-বারাসত, শিয়ালদা-রানাঘাট, শিয়ালদা-বারুইপুর এই কটি শাখায় এই তিনদিন একজোড়া করে বিশেষ ট্রেন চলবে। এছাড়াও, ৬ নভেম্বর একটি বিশেষ প্যাসেঞ্জার ট্রেন চলবে বারুইপুর-শিয়ালদা শাখায়। ট্রেনটি ছাড়বে শিয়ালদা দক্ষিণ শাখা থেকে। বাতিল হওয়া ট্রেনের তালিকায় রয়েছে, রানাঘাট লোকাল, বারাসত লোকাল, শিয়ালদা-রানাঘাট লোকাল, শিয়ালদা-ক্যানিং মাতৃভূমি লোকাল, শিয়ালদা-বারুইপুর মাতৃভূমি লোকাল, শিয়ালদা-বনগাঁ মাতৃভূমি লোকাল, শিয়ালদা-বারাসত লোকাল, শিয়ালদা-কৃষ্ণনগর লোকাল, কৃষ্ণনগর মাতৃভূমি স্পেশাল।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2P6bX9K
November 02, 2018 at 12:18PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন