কলকাতা, ০৪নভেম্বর- রবিবারের সকালে বোমাতঙ্কের খবরে আতঙ্ক শিয়ালদহ স্টেশনে৷ শিয়ালদহের দক্ষিণ শাখায় বোমাতঙ্ক৷ পার্ক সার্কাস ও শিয়ালদহ স্টেশনের মাঝে ডাউন লাইনে বোমা জাতীয় বস্তু পড়ে থাকতে দেখা যায়৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে রেল পুলিশ৷ সকাল ১০.৪০ নাগাদ রেলের কি-ম্যান ওই বস্তুটিকে পড়ে থাকতে দেখে৷ শিয়ালদহে খবর পৌঁছতেই ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়৷ এলাকায় পৌঁছয় আরপিএফ ও জিআরপি৷ বস্তুটিকে সরিয়ে নিয়ে যায় তারা৷ সাড়ে এগারোটা নাগাদ রেললাইন থেকে ওই সন্দেহজনক বস্তুটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়৷ তারপরেই স্বাভাবিক হয় রেল পরিষেবা৷ মাঝে এক ঘন্টায় কুড়িটি লোকাল ট্রেন ৩০ মিনিট করে দেরিতে চলে৷ তবে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে রেল সূত্রে খবর৷ তবে এই খবরে আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে৷ ঠিক কি জিনিস রেল লাইনের ওপর পড়েছিল, তা পরীক্ষা করে দেখা হচ্ছে৷ তথ্যসূত্র: কলকাতা২৪৭ একে/০৬:৫০/০৪ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2D0N48d
November 05, 2018 at 12:50AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন