মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা খেলেন ট্রাম্প

ওয়াশিংটন, ৭ নভেম্বরঃ আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে কিছুটা হলেও ধাক্কা খেলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভোটের ফল অনুযায়ী, উচ্চকক্ষ অর্থাত্, হাউস অফ সেনেটে ট্রাম্পের রিপাব্লিকান পার্টি ভালো ফল করলেও নিম্নকক্ষ অর্থাৎ হাউস অফ কংগ্রেসের দখল নিয়েছে বিরোধী ডেমোক্র্যাট শিবির। এখনও পর্যন্ত সেনেটের ১০০টি আসনের মধ্যে ৯৫টি আসনের ফল ঘোষণা হয়েছে। তার মধ্যে রিপাব্লিকান দল ৫১ টি ডেমোক্র্যাটরা ৪২টি এবং অন্যরা ২টি আসন পেয়েছে। অন্যদিকে হাউস অফ কংগ্রেসের ৪৩৫টি আসনের মধ্যে ৪০৭টি আসনের ফল ঘোষণা হয়েছে। ডেমোক্র্যাটরা পেয়েছে ২১৫টি আসন। রিপাব্লিকানদের দখলে গিয়েছে ১৯২টি আসন। এই ফলের জেরে বিভিন্ন প্রস্তাব পেশ করাতে চাপে পড়তে হতে পারে ডোনাল্ড ট্রাম্পকে। কারণ সেনেটে কোনো বিল পাশ হলেও তা হাউস অফ কংগ্রেসে আটকে দিতে পারবেন ডেমোক্র্যাটরা।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2PdV3Gh

November 07, 2018 at 01:50PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top