ঢাকা, ২১ নভেম্বর- বাংলাদেশ দলের জন্য দু:সহ স্মৃতি হয়েই থাকবে ৪ জুলাই। স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে দলীয় সর্বনিম্ন রানের লজ্জাটা এসেছে সেদিন। তবে সে লজ্জা কাটিয়ে ঘরের মাঠে এবার ভালোভাবেই ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের মাঠে বৈরী পরিবেশ থাকলেও নিজেদের মাঠে চেনা পরিবেশেই খেলবে টাইগাররা। ঘরের মাঠ বাড়তি সুবিধা কতটুকু দেবে বাংলাদেশকে? সাকিব আল হাসান জানালেন, টেস্ট ম্যাচে মাঠ নিয়ে আগে থেকেই ধারনা করা কঠিন। অনেক সময় দেখা যায় দিন পার হওয়ার সঙ্গে সঙ্গে উইকেট ভালো হয়, রান আসে। তবে কিউরেটররা ভিন্ন কিছু করার চেষ্টা করছেন। আশা করি, দুই দলের জন্যই সমান সুযোগ থাকবে। তবে জিততে বড় স্কোরেই চোখ তার। দলে যারা ভালো ব্যাটিং করছে তাদের কাছ থেকে বড় স্কোরের প্রত্যাশা থাকবে। ৩০০ প্লাস স্কোর করতে পারলে ভালো। যদি আরও ভালো ব্যাটিং করা যায়, ৪০০ বা ৫০০ রান হয়, স্পেশালি ফার্স্ট ইনিংসে- তাহলে পুরো ম্যাচে একটা অ্যাডভান্টেজ পাওয়া যাবে। এমএ/ ০৯:৪৪/ ২১ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Tv8iAR
November 22, 2018 at 03:49AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন