কোচি, ১৬ নভেম্বরঃ আজ খুলছে শবরীমালা। সেখানে দর্শন না করে কেরল ছাডড়বেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ভূমাতা ব্রিগেডের প্রতিষ্ঠাতা সমাজকর্মী ত্রুপ্তি দেশাই। তাই তাঁকে কোচি বিমানবন্দরেই আটকে দিলেন আয়াপ্পা ভক্তরা। ভোর সাড়ে ৪টের সময় বিমানবন্দরে নামার পর থেকে সেখানেই আটকা পড়েছেন ত্রুপ্তি। আয়াপ্পা ভক্তরা পরিষ্কার জানিয়েছেন, তাঁরা ত্রুপ্তি এবং তাঁর ছয় সহকর্মীকে বিমানবন্দর থেকে বেরোতে দেবেন না। এমনকী ট্যাক্সি চালকরাও তাঁদের গাড়িতে ওঠাতে চাইছেন না। ফলে, সংশয় দেখা দিয়েছে ত্রুপ্তি সহ সাত মহিলার সবরীমালা মন্দিরে প্রবেশ নিয়ে।
জানা গিয়েছে, পথনমথিট্টার সব হোটেলে গিয়ে বিক্ষোভকারীরা বলে আসছেন, ত্রুপ্তি দেশাই ও অন্য কোনও মহিলাকে যেন হোটেলে জায়গা দেওয়া না-হয়। মন্দিরে প্রবেশের সুযোগ করে দিতে ও যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করার জন্য কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ও রাজ্যের পুলিশপ্রধানকে চিঠি দিয়েছেন সমাজকর্মী।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2qNQT9l
November 16, 2018 at 02:17PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন