ইসলামাবাদ, ০৩ নভেম্বর- টেস্ট, টি-টোয়েন্টির পর এবার পাকিস্তানের ওয়ানডে দলেও জায়গা হারালেন বাঁহাতি পেসার মোহাম্মদ আমির। নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে ডাক পেয়েছেন স্পিনিং অলরাউন্ডার ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ হাফিজ। গত জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে দলের বাইরে ছিলেন হাফিজ। উপেক্ষিত ছিলেন এশিয়া কাপেও। ইমাদ চলতি বছরে এখনও পর্যন্ত খেলেননি এই সংস্করণে। কোনো ম্যাচ না খেলেই দল থেকে বাদ পড়েছেন শান মাসুদ। জায়গা ধরে রেখেছেন আসিফ আলি। দলে পেসার চার জন- শাহিন শাহ আফ্রিদি, জুনাইদ খান, হাসান আলি ও উসমান শিনওয়ারি। স্পিন আক্রমণের দায়িত্ব ইমাদ ও শাদাব খানের কাঁধে। আগামী ৭ ও ৯ নভেম্বর আবু ধাবিতে হবে প্রথম দুটি ওয়ানডে। ১৩ নভেম্বর দুবাইয়ে হবে তৃতীয় ও শেষ ওয়ানডে। ওয়ানডের পাকিস্তান দল: ফখর জামান, ইমাম-উল-হক, মোহাম্মদ হাফিজ, বাবর আজম, শোয়েব মালিক, আসিফ আলি, সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), হারিস সোহেল, শাদাব খান, ফাহিম আশরাফ, ইমাদ ওয়াসিম, হাসান আলি, জুনাইদ খান, শাহিন শাহ আফ্রিদি, উসমান শিনওয়ারি। আর/০৮:১৪/০৩ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Fan6lc
November 03, 2018 at 02:35PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন