বেঙ্গল সাফারিতে হবে বাঘের ব্রিডিং সেন্টার

শিলিগুড়ি, ২ নভেম্বরঃ রয়্যাল বেঙ্গল টাইগারের সফল প্রজননের জন্য উপযুক্ত উত্তরবঙ্গের আবহাওয়া। তাই শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে এবার ক্যাপটিভ ব্রিডিং সেন্টার (বন্দিদশায় প্রজননকেন্দ্র) তৈরি করবে বন দপ্তর।

জানা গিয়েছে, প্রায় ২.৬ কোটি টাকা খরচ করে তৈরি হবে বাঘের ব্রিডিং সেন্টার। টাইগার শেল্টারের পাশের প্রায় এক হেক্টর জায়গার উপর তৈরি হবে এই ব্রিডিং সেন্টার। বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন জানান, ‘ব্রিডিং সেন্টার তৈরির জন্য টাকা বরাদ্দ করা হয়ে গিয়েছে। বন দপ্তরের নিজস্ব তহবিল থেকেই টাকা বরাদ্দ করা হয়েছে।’ এবিষয়ে ওয়েস্ট বেঙ্গল জু অথরিটির মেম্বার সেক্রেটারি বিনোদ যাদব বলেন, ‘বেঙ্গল সাফারিতেই ব্রিডিং সেন্টার তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সেন্টার হলে রাজ্যে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা বাড়ানো সম্ভব হবে।’ এটি পশ্চিমবঙ্গের প্রথম ক্যাপটিভ ব্রিডিং সেন্টার হবে বলে দাবি বন দপ্তরের।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2JxJZxM

November 02, 2018 at 01:57PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top