আমনুরার রাবেয়া জুট মিলে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ৭০ কোটি টাকার ক্ষতি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরায় বেসরকারী মালিকানাধীন রাবেয়া জুট মিলে বুধবার রাতে ভয়াবহ অগ্নিকানেন্ড প্রায় ৭০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে, অগ্নিকান্ডে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
রাবেয়া জুট মিলের মালিক রফিকুল ইসলাম জানান, বুধবার রাত সোয়া ৯টার দিকে হঠাৎ করে জুটের ইউনিটে আগুনের সূত্রপাত হয়।

মুহুর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করে মিলের অন্যান্য ইউনিটে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালায়। পরে অবস্থা ভয়াবহ আকার ধারণ করলে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ও পাশ^বর্তী রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের আরো চারটি ইউনিট ঘটনাস্থলে এসে চার ঘন্টা চেষ্টা চালিয়ে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে।
মিল মালিক জানায়, অগ্নিকান্ডে জুট মিলের বিপুল পরিমান পাটের তৈরি বস্তা, সুতলি ও মেশিনপত্র ভস্মিভুত হয়েছে। টাকার অংকে ক্ষতির পরিমান ৬০ থেকে ৭০ কোটি টাকা।

রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন জানান, বাতাসের কারণে আগুন ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ে। চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের বাইরে পার্শ্ববর্তী ফায়ার সার্ভিস থেকে মোট ৫টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনের সুত্রপাত কিভাবে এবং কি পরিমাণ ক্ষতি হয়েছে তা তদন্ত করে দেখা হবে বলে জানান এই কর্মকর্তা। 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১-১১-১৮


from Chapainawabganjnews https://ift.tt/2EPU0Yi

November 01, 2018 at 10:55AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top