বাঘপাত (উত্তরপ্রদেশ), ১৮ নভেম্বরঃ উত্তরপ্রদেশের বাঘপাত থেকে উদ্ধার হল তামার মুদ্রা। খাপরানা গ্রামে খননকার্য চলার সময় উদ্ধার হয় ১৮০০ বছরের পুরানো এই মুদ্রাগুলি। প্রসঙ্গত, ৫ মাস আগেই সেই একই এলাকা থেকে পাওয়া গিয়েছিল তাম্র যুগের রথ ও কফিন।
স্থানীয় ঐতিহাসিক অমিত রাই জৈনকে গ্রামবাসীরা প্রথম এই মুদ্রার কথা জানান। এরপরই তাঁর নির্দেশে খননকার্য চালানো হয়। অমিত রাই বলেন, ‘মুদ্রাগুলি দেখে মনে হচ্ছে এগুলি কুষাণ সাম্রাজ্যের। প্রত্যেকটি মুদ্রার ওজন ৬ থেকে ৮ গ্রাম। এই মুদ্রাগুলি রাজা বসুদেবের আমলে ছিল বলে মনে হচ্ছে। যা ১৮০০ বছরের পুরনো।’ স্থানীয় এক বাসিন্দা সুনীল কুমার বলেন, ‘গত ১৮ বছর ধরে এই এলাকা থেকে বিভিন্ন পুরানো জিনিস উদ্ধার হয়েছে।’
মহাভারত যুগের সঙ্গে যোগাযোগ রয়েছে এমন বহু ঐতিহাসিক জিনিস বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করেছে ভারতের পুরাতত্ত্ব বিভাগ। চলতি বছরের জুন মাসে পুরাতত্ত্ববিদরা ৪ হাজার বছরের পুরানো রথ উদ্ধার করে। এছাড়াও উদ্ধার হয়েছে তামার ব্যবহৃত বহু পাত্র, আয়না, কফিনস তরোয়াল এবং হেলমেট। এই হেলমেট সেই সময় সৈনিকদের মাথায় থাকত বলে জানা যাচ্ছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2DKhlta
November 18, 2018 at 06:19PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন