শ্রীলঙ্কান বর্ষীয়ান বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথের বিদায়ী টেস্ট ম্যাচে নিজের আগমনী বার্তাটা বেশ দৃঢ়ভাবেই দিয়ে রাখলেন ইংল্যান্ডের অভিষিক্ত উইকেটরক্ষক ব্যাটসম্যান বেন ফোকস। অভিষেক ম্যাচেই হাঁকিয়েছেন সেঞ্চুরি, উইকেটরক্ষক হিসেবে গড়েছেন অনন্য এক রেকর্ড। ২৩২৪ ম্যাচের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এখন পর্যন্ত ২৪৪ উইকেটরক্ষক হিসাবে নিজের অভিষেক ম্যাচ খেলেছেন জন ক্রিকেটার। এদের মধ্যে মাত্র পাঁচজন নিজেদের অভিষেক ম্যাচেই শতক হাঁকিয়েছেন। এই পাঁচজনের মধ্যে আবার মাত্র একজন নিজের অভিষেক ম্যাচেই শতক হাঁকানোর পাশাপাশি ক্যাচ এবং স্ট্যাম্পিং করেছেন। এই একজনই হলেন ইংল্যান্ডের অভিষিক্ত উইকেটরক্ষক ব্যাটসম্যান বেন ফোকস। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের প্রথম ইনিংসে অনবদ্য ১০৭ রানের ইনিংস খেলার পর শ্রীলঙ্কার ইনিংসে জিমি এন্ডারসনের বলে দিমুথ করুণারত্নের ক্যাচ তালুবন্দী করেন ফোকস। পরে আদিল রশিদের বলে দিনেশ চান্দিমালকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলে সাজঘরে ফেরত পাঠান তিনি। অভিষেক টেস্টেই ফোকসের রেকর্ড গড়ার দিনে স্বাগতিকদের বেশ চাপেই রেখেছে সফরকারী দল। মাত্র ১৩৬ রানেই শ্রীলঙ্কার ৬ উইকেট তুলে নিয়েছে ইংল্যান্ড। ফলোঅন এড়াতে এখনো ৭ রান প্রয়োজন স্বাগতিকদের। শ্রীলঙ্কার পক্ষে ৫২ রান করেছেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। এর আগে নিজ দলের পক্ষে সর্বোচ্চ ১০৭ রানের ইনিংস খেলেন ফোকস। দশম ব্যাটসম্যান হিসেবে তিনি আউট হওয়ার আগে ইংল্যান্ডের দলীয় সংগ্রহ গিয়ে পৌঁছায় ৩৪২ রানে। এমইউ/০৫:৩০/০৭ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Dqv203
November 07, 2018 at 11:30PM
07 Nov 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top