বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে আজ সোমবার দ্বিতীয় দিনে প্রাথমিক ও ‘ইবতেদায়ী’ সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার উপজেলার ৫হাজার ৬শ’ ১০জন শিক্ষার্থী অংশগ্রহন করে। এরমধ্যে পিএসসি পরীক্ষার্থী ছাত্র ২হাজার ২শত ৬৫জন ও ছাত্রী ২হাজার ৬শত ১১জন। ইবতেদায়ী পরীক্ষার্থী ৭শত ৩৪জন। এরমধ্যে ছাত্র ৪০২ ও ছাত্রী ৩৩ জন। এবার ১৫টি কেন্দ্রে ১৭৯টি প্রাথমিক বিদ্যালয় ও ৩২টি মাদরাসার পরীক্ষার্থী অংশগ্রহন করেন।
দ্বিতীয় দিনেই ৫ হাজার ৬শ’ ১০জনের মধ্যে ১৮০জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। এরমধ্যে ৪ হাজার ৮শ’ ৭৬জন পিএসসি পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত রয়েছেন ১০৭জন। ৭৩৪জন ইবতাদয়ী পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিতির সংখ্যা ৭৪জন।
এব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার মহি উদ্দিন আহমদ বলেন, এবছর ১৫টি কেন্দ্রে ১৭৯টি প্রাথমিক বিদ্যালয় ও ৩২টি মাদরাসার পরীক্ষার্থীরা অংশ নেয়। ‘ইবতেদায়ী’ সমাপনী পরীক্ষা ৫হাজার ৬শ’১০জন শিক্ষার্থী অংশ গ্রহন করে। এতে পরীক্ষার দ্বিতীয় দিনে ১৮১জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2KfzPSS
November 19, 2018 at 04:29PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন