পাকিস্তানে হ্যাকড ব্যাংকিং ক্ষেত্র

ইসলামাবাদ, ৭ নভেম্বরঃ ভয়াবহ সাইবার ক্রাইমের শিকার পাকিস্তানের ব্যাংকিং পরিসেবা। চুরি হয়েছে গিয়েছে প্রায় সমস্ত ব্যাংকের তথ্য। এমনই জানিয়েছে তদন্ত সংস্থা ফেডেরাল ইনভেস্টিগেশন উইং(এফআইএ)-এর সাইবার ক্রাইম শাখা।

এফআইএ-এর সাইবার ক্রাইম শাখার ডিরেক্টর সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মহম্মদ শোয়েব জানান, ‘সমস্ত পাকিস্তানি ব্যাংকের ডেটা হ্যাক করা হয়েছে। বিদেশের মাটিতে বসে পাকিস্তানের স্থানীয় ব্যাংকগুলির তথ্য হাতিয়েছে হ্যাকাররা। এমনকী সাধারণ মানুষের অ্যাকাউন্ট থেকে বড় অঙ্কের অর্থ চুরি করা হয়েছে।’
তবে কবে এই হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে সে সম্পর্কে কিছু জানা যায়নি। নিরাপত্তার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের সঙ্গে জরুরু ভিত্তিতে বৈঠক করার জন্য ব্যাংকগুলির শীর্ষ কর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Pdhewi

November 07, 2018 at 07:30PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top