মালদায় স্কুল পড়ুয়াকে মারধরের অভিযোগ

মালদা, ২৯ নভেম্বরঃ স্কুল পড়ুয়াকে মারধরের অভিযোগ উঠল এক নামজাদা স্কুলের মালিকের বিরুদ্ধে। আহত ওই ছাত্রের নাম হরষিত আগরওয়ালা৷ সে স্থানীয় একটি নামী ইংরেজিমাধ্যম স্কুলের পঞ্চম শ্রেণির পড়ুয়া। বৃহস্পতিবার এই ঘটনায় মালদায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

জানা গিয়েছে, বুধবার স্কুলে টিফিনের সময় ওই পড়ুয়া খাবার নিয়ে ক্লাসরুমের দিকে যাচ্ছিল৷ সেই সময় ওই স্কুলের মালিক তথা চিকিত্সক অকারণে তাকে চড় কষিয়ে দেন৷ আহত হয়ে ওই খুদে পড়ুয়া মাটিতে লুটিয়ে পড়লেও তাকে মারধর করা হয় বলে অভিযোগ। বাড়ি ফিরে সে সমস্ত ঘটনা বাড়ির লোককে জানায়। বুধবার রাতেই তাকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়৷ ঘটনায় অভিযুক্ত স্কুল মালিক তথা ওই চিকিৎসকের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে৷ ঘটনার তদন্ত চলছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2TVXH2k

November 29, 2018 at 05:15PM
29 Nov 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top