পরিচারিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, দোষীর মৃত্যুদণ্ড

পূর্ব মেদিনীপুর, ১৬ নভেম্বরঃ নাবালিকা পরিচারিকাকে ধর্ষণ করে খুন। এই অভিযোগে শ্রীমন্ত তুঙ্গ নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিল আদালত। পাশাপাশি মৃত নাবালিকার পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণেরও নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, হলদিয়া বন্দরের এক অস্থায়ী কর্মী ছিল শ্রীমন্ত তুঙ্গ। দারিদ্রতার কারণে ওই নাবালিকা শ্রীমন্তের বাড়িতে পরিচারিকার কাজ করত। ঘটনার দিন দুপুরে পরিবারের লোকজন খবর পান তাঁদের মেয়ে অসুস্থ। বাথরুমের মধ্যে অগ্নিদগ্ধ অবস্থায় ওই নাবালিকার দেহ উদ্ধার হয়। ঘটনায় হলদিয়া থানায় অভিযোগ দায়ের করেছিল মৃতের পরিবার। অভিযুক্তকে ভারতীয় দণ্ডবিধির ৩০২, ৩৭৬, ২০১ ও পকসো আইনের ৬ ধারায় দোষীসাব্যস্ত করে মৃত্যুদণ্ডের নির্দেশ দেয় আদালত।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2ONaIqS

November 16, 2018 at 06:04PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top